
ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানুষের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা যেমন বেড়েছে তেমনি তেলের দাম বাড়ার কারণেও প্রতিমাসে খরচের অংক বাজেট ছড়িয়ে যাচ্ছে। কিন্তু চিন্তা নেই, নীচে কিছু ইলেকট্রিক গাড়ির বিষয়ে জানাতে চলেছি সেগুলো কিনতে পারেন আপনি।
১) টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV) : সুরক্ষার ক্ষেত্রে Tiago সেরা গাড়ি। মাত্র 8.69 লক্ষ টাকা থেকে এটির দাম শুরু হচ্ছে। সবচেয়ে দামী ভার্সনের দাম 11.99 লক্ষ টাকা। আর বিভিন্ন ভার্সনের মধ্যে দুইখানা ব্যাটারি প্যাক রয়েছে, সেগুলো হলো 19.2kWh এবং 24kWh। সেগুলোর রেঞ্জ রয়েছে 250 কিমি এবং 315 কিমি পর্যন্ত।
২) এমজি কমেট (MG Comet) : MG মোটরস এর এই গাড়িটিও বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে বাজারে। এখানে 17.3kWh এর ব্যাটারি প্যাক রয়েছে যা 230 কিমি পর্যন্ত রেঞ্জ দেয়। 7 ঘণ্টার মধ্যেই চার্জও হয়ে যায় গাড়িটি। 42PS শক্তির সাথে গাড়িটির দাম শুরু হচ্ছে 7.97 লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ ভার্সনের দাম 9.98 লক্ষ টাকার মধ্যে।
৩) টাটা টিগর ইভি (Tata Tigor EV) : টাটা মোটরসের গাড়িটির দাম শুরু হচ্ছে 12.49 লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম রয়েছে 13.75 লক্ষ টাকা। গাড়িতে লাগানো মোটর আপনাকে 74bhp শক্তি দেয় এবং 170 Nm টর্ক উৎপন্ন করে। গাড়িতে 26kWh এর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আপনাকে 350 কিমি মাইলেজ দেয়।
৪) টাটা নেক্সন ইভি (Tata Nexon EV) : টাটা নেক্সনের এই গাড়িটির দাম শুরু হচ্ছে 14.49 লক্ষ টাকা থেকে। 30.2kWh এর ব্যাটারি প্যাক আপনাকে 400 কিমির মাইলেজ দেয় এবং গাড়িটির মোটর 127bhp শক্তি উৎপন্ন করে।
এক্স-শোরুম মূল্য 14.49 লক্ষ টাকা থেকে শুরু হয়। এই বৈদ্যুতিক কমপ্যাক্ট SUV XM, XZ + এবং XZ + LUX ভ্যারিয়েন্টে রয়েছে। এটিতে একটি 30.2kWh লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি প্যাক রয়েছে, যা 127bhp শক্তি এবং 245Nm টর্ক জেনারেট করে।