চলতি বছর একাধিক নতুন গাড়ি লঞ্চ হয়েছে বাজারে। যারমধ্যে চার চাকা হন্ডা এলিভেট অন্যতম। বছর শেষ হতে না হতেই ইয়ার এন্ড অফার নিয়ে হাজির হয়েছে সংস্থাটি। আর এই অফার চলতে চলতে গাড়ি কিনলে কম করে হলেও ১ লক্ষ টাকা বাঁচাতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত লাগু থাকবে এই অফার। তাই দেরি না করে ঝটপট দেখুন এই অফার।
আসলে যারা নতুন হন্ডা গাড়ি কেনার কথা ভাবছেন তারা এই অফারটি মোটেও মিস করবেননা। কারণ আগামী ১ জানুয়ারি, ২০২৪ থেকেই তরতরিয়ে বাড়বে গাড়ির দাম। তার আগে পুরনো স্টক খালি করতে সর্বোচ্চ ১ লক্ষ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। সেই সাথে পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে চাইলে সেক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। সেক্ষেত্রে ১ লক্ষ টাকা ক্যাশ ডিসকাউন্টের সুবিধা দিচ্ছে সংস্থাটি।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে গাড়ির বাজারদর রয়েছে 18.89 লাখ থেকে 20.39 লাখ টাকা। হন্ডা সিটি পঞ্চম প্রজন্মের মডেলে ডিসকাউন্ট রাখা হয়েছে 88,600 টাকা পর্যন্ত। যার মধ্যে পেয়ে যাবেন 25,000 ক্যাশ অফার অথবা 26,947 টাকার অ্যাক্সেসরিজ অফার। সেই সাথে সংস্থাটি দিচ্ছে 15,000 এক্সচেঞ্জ বোনাস, 4,000 টাকা লয়ালটি বোনাস এবং 6,000 টাকার কার এক্সচেঞ্জ স্কিম।
এছাড়াও সংস্থা এনেছে আরও দুটি কর্পোরেট ডিসকাউন্ট। গ্রাহকদের জন্য রয়েছে স্পেশাল ডিল রয়েছে 20,000 টাকা এবং স্ট্যান্ডার্ড ডিল রয়েছে 5,000 টাকা। গাড়ির VX ও ZX ভ্যারিয়েন্টে রয়েছে মোট 5 বছরের ওয়ারেন্টি। এবং এতে খরচ হবে প্রায় 13,651 টাকা। এছাড়াও এলিগেন্ট এডিশনে রয়েছে আরও দুটি অফার। এক্সচেঞ্জ বোনাস হিসেবে পাবেন 10,000 টাকা এবং স্পেশাল এডিশন বেনিফিট হিসেবে রয়েছে 40,000 টাকার অফার। প্রসঙ্গত উল্লেখ্য, গাড়ির এক্স-শোরুম দাম রয়েছে 11.63 লাখ টাকা থেকে 16.11 লাখ টাকা।