Read In
Whatsapp
Bike News

এবার আরো সস্তায় বাড়ি নিয়ে যান নতুন Honda CB 350, মাত্র 44 হাজারেই মিলবে নয়া বাইক

সদ্যই বাজারে এসেছে Honda এর নতুন লাইনআপ CB 350। আসার পর থেকেই বাজারে বড়সড় ছাপ ফেলেছে নতুন বাইক। লুক থেকে শুরু করে ইঞ্জিন সমস্ত কিছুই চমৎকার CB 350 বাইকটির। ভারতে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে বাইকটি। আপনিও যদি বাইকটি কিনতে চান এবং সেইসাথে যদি একবারে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তার জন্য ফাইন্যান্সের সাহায্য নিতে পারেন। আজ আমরা আপনাদের ফাইন্যান্স প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি।

CB 350 বাইকটির অন রোড দাম কত আগে তাই জেনে নিন। নিচে দাম দেওয়া হলো :
CB 350 DLX – 2.33 লাখ টাকা
CB 350 DLX প্রো 2.53 লাখ টাকা

ফাইন্যান্স প্ল্যান

CB 350 DLX: বাইকটির অন রোড দাম 2.33 লক্ষ টাকা। এবার আপনি যদি 44,000 টাকা ডাউন পেমেন্ট করেন এবং বাকি অংক 3 বছরের জন্য ঋণ নেন তাহলে 10% সুদের হারে মাসিক 5730 টাকা দিতে হবে আপনাকে।

CB 350 DLX Pro: DLX Pro এর অন রোড দাম দাম 2.53 লক্ষ টাকা। 48 হাজার টাকা ডাউন পেমেন্ট সহ 3 বছরের জন্য 10% সুদের হারে মাসিক EMI খরচ পড়বে 6241 টাকা।

উল্লেখ্য যে, ভারতের বাজারে Honda CB 350 এর মূখ্য প্রতিযোগী Royal Enfield Classic 350। হন্ডার বাইকটি থেকে কিছুটা সস্তা ক্লাসিক 350। যেখানে Honda CB 350 এর দাম শুরু হচ্ছে 2 লাখ থেকে 2.18 লক্ষ টাকা সেখানে Royal Enfield Classic 350 এর দাম রয়েছে 1.84 লক্ষ টাকা থেকে 2.15 লক্ষ টাকা।

Back to top button