Read In
Whatsapp
Bike News

মাইলেজ এবং টপ স্পিড 130 kmph, বাজারে লঞ্চ হয়ে গেল নতুন Bajaj Pulsar! বাড়ি আনতে খরচ মাত্র 12 হাজার

বাজাজ তাদের নতুন Pulsar N150 লঞ্চ করেছে কয়েকদিন আগেই। 150 সিসি সেগমেন্টে N160 এর পর আরো একটি নতুন বাইক লঞ্চ করেছে বাজাজ। TVS Raider, Honda SP 160, Yamaha FZ-S সহ নানান বাইকের সাথে প্রতিযোগিতায় নামবে নতুন বাইকটি। চলুন দেখে নেওয়া যাক Bajaj এর নতুন বাইকটি কেমন হতে চলেছে।

Pulsar N150

পাওয়ারট্রেন : N150 গাড়িতে 149.98 সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। বাজাজের এই ইঞ্জিনটি সর্বোচ্চ 14.3 hp শক্তি উৎপন্ন করে এবং সেইসাথে 13.5 Nm এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম। 5-স্পীড গিয়ারবক্সের সাথে আসে গাড়িটি।

ডিজাইন : নতুন ডিজাইনের Bajaj Pulsar N150 কে নিজের সেগমেন্টে সারা বাইক। N150 অনেকখানি Pulsar N250-এর মতোই দেখতে। সেখানে টুইন এলইডি ডিআরএল সহ প্রজেক্টর হেডল্যাম্প, শার্প ট্যাঙ্ক এক্সটেনশন, ইঞ্জিনের সুরক্ষার জন্য আন্ডারবেলি কাউল, স্টাবি এক্সহাস্ট, মাল্টি-স্পোক অ্যালয় হুইল এবং এলইডি টেল ল্যাম্প রয়েছে।

ফিচারস এবং স্পেসিফিকেশন : নতুন Bajaj Pulsar N150 গাড়িটি তিনটি রঙের সাথে লঞ্চ হয়েছে। সিঙ্গল চ্যানেল ABS সিস্টেম সহ অয়েল-কুলড, ফুয়েল-ইনজেক্টেড প্রযুক্তির উপর ভিত্তি করে চার-স্ট্রোকের ইঞ্জিন রয়েছে। বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, ডিজিটাল অডোমিটার ইত্যাদির মতো ফিচারসও পেয়ে যাচ্ছেন। বাইকটির মাইলেজ রয়েছে 48.5 kmpl।

দাম : বাজাজের স্পোর্টস বাইকটি দুটি ক্যাটেগরিতে লঞ্চ হয়েছে। বস্তুত দুটি ভার্সনের মধ্যে পার্থক্যবলতে দুই ভার্সনে সিঙ্গেল চ্যানেল ABS এবং ডুয়াল চ্যানেল ABS উপস্থিত রয়েছে। সিঙ্গেল চ্যানেলের জন্য আপনাকে 1.17 লক্ষ টাকা খরচ করতে হবে এবং ডুয়াল চ্যানেলের জন্য দাম পড়বে 1.21 লক্ষ টাকা। এছাড়া Standard ভার্সন রয়েছে। সেটির দাম 1.33 লক্ষ টাকা।

Pulsar N150
Pulsar N150

ফাইন্যান্স প্ল্যান: ফাইন্যান্সের মাধ্যমে বেশ সহজেই বাইকটি আপনার হতে পারে। এক্ষেত্রে মাত্র 12000 টাকা ডাউন পেমেন্ট করেই বাইকটিকে বাড়ি আনতে পারেন আপনি। 3 বছরের জন্য ফাইন্যান্স করলে বার্ষিক 9.7% সুদের হিসেবে মাসিক EMI খরচ পড়বে মাত্র 3373 টাকা।

Back to top button