সাম্প্রতিক সময়ে ব্যপকভাবে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ভারতের বাজারে নিজেদের স্কুটার লঞ্চ করেছে। বর্তমান সময়ে Ola S1 pro থেকে TVS iQube বা Bajaj Chetak সহ একাধিক স্কুটার বিক্রীর নয়া রেকর্ড গড়েছে। কিন্তু জনেন কি ভারতের সর্ববৃহৎ ইলেক্ট্রিক স্কুটার নির্মাতা কোন কোম্পানিগুলো?
1. Ather Energy : ভারতের বাজারে উন্নতমানের ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করে তাক লাগিয়ে দেয় ather energy। বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ সংস্থাটি অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটার অফার করে, যা শুধুমাত্র অসামান্য পারফরম্যান্সই দেয় না সাথে রাইডারকে বেশ কমফোর্ট প্রদান করে।
2. Ola Electric : পরিবহন পরিষেবা দেওয়া ওলা ইলেকট্রিক মোবিলিটিও বৈদ্যুতিক স্কুটারের ক্ষেত্রে বড় কোম্পানি হয়ে ওঠেছে। বিশ্বের সবচেয়ে বড় টু হুইলার কারখানাও নির্মাণ করেছে তারা। ভারতের বাজারে বিক্রির নয়া রেকর্ড বানিয়েছে তারা। অসাধারণ 17.57% গ্রোথের সাথে এগিয়ে চলেছে সংস্থাটি।
3. Hero Electric: বাজারে মোটামুটি ভালই নাম কামিয়েছে হিরো ইলেক্ট্রিক। তারা নিজেদের জনপ্রিয় অপটিমা, ফ্ল্যাশ এবং ফোটন সহ আগামী সময়ে আরো বেশ কিছু নতুন মডেল আনতে চলেছে। গ্রাহকদের জন্য একটি স্ট্যান্ডআউট বিকল্প হিসেবে নিজেদের প্রতিস্থাপন করেছে Hero Electric।
4. Okinawa Auto Tech : 2015 সালে শুরু হয় এই কোম্পানি। তারপর থেকেই নিজেদের বিস্তৃত করে চলেছে তারা। 2022 সালে 101,366 ইউনিটের উল্লেখযোগ্য বিক্রয় অর্জন করেছে। বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। মোট 16.47% মার্কেট দখলে রয়েছে Okinawa এর কাছে।
5. TVS : টু-হুইলার মার্কেটে নিজেদের বড় জায়গায় নিয়ে গিয়েছে TVS। দেশের বাজারে তৃতীয় এবং বিশ্বব্যাপী তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছে তারা। বর্তমানে TVS Motors লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, মধ্য প্রাচ্য এবং আফ্রিকাতে নিজদের উপস্থিতি ব্যপক বাড়িয়েছে।
এছাড়া এই তালিকায় রয়েছে Bounce Infinity E1, Ampere Vehicles, Simple One, Pure EV এবং 10 নাম্বারে আছে বাজাজ অটো।