Read In
Whatsapp
Celeb's Collection

ভারতীয় দলের দুর্ধর্ষ বোলার শামির গ্যারেজে রয়েছে এই বিখ্যাত গাড়িগুলো, কালেকশন দেখলে হাঁ হয়ে যাবেন

বিশ্বকাপ চলছে আর সেখানে ভারতীয় দল অপ্রতিরোধ্য। 8টির মধ্যে 8টি ম্যাচেই জয়ের হাসি হেসেছে ভারতীয় ক্রিকেট টিম। ব্যাটসম্যানরা যেমন দুর্দান্ত সব ইনিংস খেলছেন তেমনই বোলাররা পিচে আগুন ঝরাচ্ছেন। আর দলের সেরা বোলারদের একজন মহম্মদ শামি।

প্রতিপক্ষের কাছে ভয়ংকর হয়ে ওঠেছেন মহম্মদ শামি। বাইশ গজে তার সামনে টিকছে না কেও। কিন্তু জানেন কি তার গ্যারেজে বেশ কিছু দামী গাড়ি রয়েছে। আজকে আমরা জানাব মহম্মদ শামির গ্যারাজ সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক।

Jaguar F-Type সারাবিশ্বে যে কয়টি ব্র্যান্ড সুপারকার তৈরি করে তাদের মধ্যে জাগুয়ার অন্যতম। Jaguar এর বিখ্যাত গাড়ি F-type। ভারতের বাজারে গাড়িটির দাম 99 লক্ষ থেকে শুরু হয় এবং টপ মডেলের দাম রয়েছে 1.53 কোটি টাকা। গাড়িটিতে রয়েছে 5 লিটারের V8 ইঞ্জিন যা সর্বোচ্চ 568 hp শক্তি তৈরি করতে সক্ষম। 285 কিমির টপ স্পিড সহ মাত্র 3.4 সেকেন্ডেই গাড়িটি শুন্য থেকে 100 kmph গতিতে পৌঁছে যেতে সক্ষম।

BMW 5 series

BMW এর সবথেকে জনপ্রিয় গাড়ি 5 সিরিজ। বিখ্যাত তারকাদের গ্যারেজে রয়েছে এই গাড়ি। BMW 5 সিরিজ এর দাম শুরু হচ্ছে 65 লাখ টাকা থেকে 69 লাখ টাকা। 5 সিরিজ গাড়িতে রয়েছে একটি 4 সিলিন্ডারের 2 লিটার ইঞ্জিন। সেডান ডিজাইনের এই গাড়িটি তার কমফোর্ট, ফিচার্স এবং উচ্চ পারফরম্যান্সের জন্য পরিচিত।

এছাড়া শামির গ্যারেজে রয়েছে Toyota Fortuner এবং Royal Enfield Continental GT 650।

Back to top button