TRENDS
Advertisement

ইলেক্ট্রিক স্কুটারের ওপর এল বাম্পার অফার, ছাড় পেয়ে যাবেন 10,800 টাকা! এক্ষুনি নিয়ে নিন বিশেষ সুবিধা

ইলেক্ট্রিক স্কুটারের রমরমা বেশ বেড়েছে দেশজুড়ে। বেশ কম দামেই উপলব্ধ সেগুলো। যদিও মোটামুটি মান সম্পন্ন স্কুটারের দাম অনেকটাই বেশি। কিন্তু আপনি যদি ইলেক্ট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে Okaya দারুণ…

Published By: Ritwik | Published On:

ইলেক্ট্রিক স্কুটারের রমরমা বেশ বেড়েছে দেশজুড়ে। বেশ কম দামেই উপলব্ধ সেগুলো। যদিও মোটামুটি মান সম্পন্ন স্কুটারের দাম অনেকটাই বেশি। কিন্তু আপনি যদি ইলেক্ট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে Okaya দারুণ অফার নিয়ে এসেছে আপনার জন্য। চলুন দেখা যাক কী কী সুবিধা পাবেন আপনি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Okaya তাদের 2 বছর পূর্তি উপলক্ষ্যে ইলেক্ট্রিক স্কুটারের ওপর 10,800 টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে। সংস্থার দুটি স্কুটারের মিলবে এই ছাড়ের সুবিধা। Okaya এর Faast F2B এবং F2T স্কুটারের ওপরেই এই সুবিধা থাকছে। সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকছে এই অফার।

কী কী ফিচার্স পেয়ে যাচ্ছেন আপনি :

Okaya Fast F2B : এই স্কুটারটি দারুণ বৈশিষ্ট্যের সাথে আসে। একবার ফুল চার্জে স্কুটারটি 80 থেকে 85 কিলোমিটার যেতে পারে। 72V এবং 30AH এর ব্যাটারীটি 3 থেকে 4 ঘণ্টা সময় নেয় চার্জ হতে। শক্তিশালী ইঞ্জিন হওয়ার কারণে আপনি 70 থেকে 80 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারেন।

Okaya Faast F2T : সমস্ত বৈশিষ্ট্য Okaya Fast F2B এর মতই। তবে রেঞ্জ একটু কম এবং সেইসাথে গতিও একটু কম। সর্বোচ্চ 70 কিমি বেগে ছুটতে পারে এই স্কুটারটি।

দাম কত:
1) Okaya Faast F2T : বাজারে এটির দাম রয়েছে 1,07,903 টাকা। বর্তমানে অফার চলাকালীন 8,500 টাকা ছাড় পেয়ে আপনি মাত্র 99,400 টাকায় নিয়ে যেতে পারেন এই ইলেক্ট্রিক স্কুটারটিকে।

2) Okaya Faast F2B : বাজারে এই স্কুটারের দাম রয়েছে 1,10,745 টাকা। কিন্তু 10,800 টাকা ছাড় দেওয়ার পর আপনি মাত্র 99,950 টাকায় পেয়ে যাবেন এটিকে।

জানিয়ে রাখি যে, Okaya এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েই বুক করতে পারবেন আপনি। যদিও স্কুটার বুক করার জন্য আপনাকে অগ্রিম 2,500 টাকা দিতে হবে।

About Author